কিভাবে ইনফো – Kivabe Info

Friday 29 December 2017

কিভাবে জিমেইল একাউন্ট খোলা হয়? ইমেল আইডি খোলার নিয়ম: নতুনদের জন্য

জিমেইল একাউন্ট খোলা কিংবা গুগল একাউন্ট খোলার নিয়ম একই। জিমেইল আইডি ব্যাবহার করে গুগলের সব ক’টি সেবা গ্রহন করা যায়। ইমেইল আইডি খোলার জন্য আপনার হাতে অনেক অপশন থাকে। তার মধ্যে গুগল আইডি অন্যতম। আসুন গুগল থেকে ইমেইল আইডি খোলার নিয়ম দেখি।

Gmail আইডি খোলার নিয়ম বা Gmail account খোলার নিয়ম

জিমেল একাউন্ট খোলা দরকারী তথ্যঃ

ইমেইল একাউন্ট খোলার জন্য জিমেইল এ আপনার কিছু শর্ত আছে। আপনার বয়স ১৩ বছরের বেশি হতে হবে। শিশুদের জন্য গুগল পরিষেবা চালু নেই। সারা বিশ্বের জন্য বয়স ১৩ কিন্তু অন্যান্য কিছু দেশে ব্যাতিক্রম আছে। বিস্তারিত জানার জন্য দেখুন গুগল সাপোর্ট লিংকঃ https://support.google.com/accounts/answer/1350409?hl=en

Gmail account খোলার নিয়ম

শুরুতেই আপনাকে যেতে gmail.com লিংক এ। সেখানে খুবই সহজে চোখে পড়বে একটি একাউন্ট তৈরী করুন বাটন।নিচের ছবিতে দেখুন। সেই বাটনে ক্লিক করলেই পরবর্তী স্টেপ এ নিয়ে যাবে।

Read More from Kivabe.info

2 comments: