কিভাবে ইনফো – Kivabe Info

Sunday 24 May 2015

কিভাবে ইমেইল লিখে মনোযোগ আকর্ষণ করবেন?

ইমেইল লিখার উদ্ধেশ্য হল প্রাপকের প্রতি বার্তা প্রেরণ।  এই বার্তা যে কোন কিছুই হতে পারে। হতে পারে কোন শুভেচ্ছা কিংবা দু:সংবাদ। আমাদের দেশে যারা চাকুরী করেন তারা অনেকেই বিভিন্ন কাজে ইমেইল এ যোগাযোগ করেন। অথচ অনেকেই জানেন না কিভাবে একটি ইমেইল লিখে কারো মনোযোগ আকর্ষণ করা যায়

কিভাবে আপনিও একটি ওয়েবসাইট নিবেন, কেনইবা ওয়েবসাইট দরকার?

কিভাবে একটি সুন্দর ডেইলি রুটিন বানাবেন?

ডেইলি রুটিনের গুরুত্ব কেমন তা বুঝানোর তেমন দরকার আছে বলে আমি মনে করি না। তার কারন যে কেউ জানেন এই ডেইলি রুটিনের গুরুত্ব কতটুকু। যারা নিতান্তই অগোছালো তারাও এই রুটিনের কিছু কিছু পালন করেন। অনেকেই যদিও কোন রুটিন রাখেন না তবুও ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ কিংবা গোসল করা অথবা নাস্তা খাওয়া এর সবই রুটিন।  কিন্তু এসব হয় মনে মনে। কোন প্রমান থাকে না। আচ্ছা ভাবুন তো লেখাপড়া কি স্কুল কলেজ ছাড়াও শেখা যায় না? অবশ্যই যায় তবু কেন স্কুল? অর্গানাইজড!  স্কুলে কিংবা প্রতিষ্ঠানে একটি বাধ্যতামূলক রুটিনে পড়ানো হয়। এবং প্ল্যান অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া হয়। ভাল ছাত্র হওয়ার উপায় বলতে সেই সুন্দর একটি ডেইলি রুটিনের কথাই চলে আসে।

আরো জানুন... 

কিভাবে ভুলের মাত্রা কমাবেন?

তাই বলে ভুলে যাবেন না যে এই ভুল সব কিছু সব সময় হতে দেয়া যাবে। ভুল যা করেছেন তা যেন আর না করতে হয় তার জন্য কাজ করাই ভাল। কিভাবে ভুলের মাত্রা কমাবেন? একটি সাধারন প্রশ্ন। উত্তরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই,কিভাবে আপনি ভুল করেন? আসুন দেখি এই বিষয়ে আর কি কি করা যায়।

আরো দেখুন...