কিভাবে ইনফো – Kivabe Info

Friday 29 December 2017

কিভাবে কম্পিউটার গতিশীল করা যায়? কম্পিউটার টিপস

অনেকেই আছেন কম্পিউটার ব্যবহার করে অত্যন্ত যন্ত্রনায় আছেন। কতগুলো প্রশ্ন তার মধ্যে অন্যতম-১) আমার পিসি অনেক স্লো, ধীর গতির। ২) কিভাবে কম্পিউটার গতিশীল করা যায়? ৩) কী করলে কম্পিউটার এর গতি বাড়বে, এসব প্রশ্ন প্রায় সবাই করেন। কম্পিউটারের গতি নির্ভর করে হার্ডওয়্যার কনফিগারেশনের উপর। এটা অনেকেই জানেন  কম্পিউটার হার্ডওয়্যার এর জন্যই এর দাম কম বেশি হয়। অর্থাৎ ভাল কনফিগারেশনের কম্পিউটারের দাম বেশি আর কমদামী কম্পিউটারের কনফিগারেশন নিচু লেভেলের। এখানে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে সামান্য আলোচনা থাকছে। তবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কিভাবে বর্তমান কনফিগারেশনেই আপনার কম্পিউটার সর্বোচ্চ গতিতে চলবে সে বিষয়ে বিস্তারিত ধারনা দেয়া। কিভাবে কম্পিউটার গতিশীল করা যায়, আসুন ধীরে ধীরে জানতে শুরু করি। মনে রাখুন, এখানে শুধু মাত্র উইন্ডোজ অপারেটিং নিয়ে আলোচনা করা হচ্ছে।

কম্পিউটার হার্ডওয়্যার কিংবা কনফিগারেশন সম্পর্কে ধারনা

শুরুতেই কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ধারনা দিতে চাই। কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে এর সকল যন্ত্রপাতি। যেমন মেইন বোর্ড বা মাদার বোর্ড, প্রসেসর, র‍্যাম, হার্ড ডিস্ক, কী বোর্ড, মনিটর,  মাউস, পাওয়ার ডিস্ট্রিবিউটর বা পাওয়ার কেইস, ভিডিও কার্ড এবং ল্যান কার্ড সহ আরো নানা এডিশনাল পার্টস। সবগুলো একত্রে কম্পিউটার হার্ডওয়্যার। এর উপর নির্ভর করে কোন একটি কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে আর কোনটি সাপোর্ট করবে না।

Read More

No comments:

Post a Comment