ব্যবসা পৃথিবীর প্রাচীন পেশা। এই পেশা শুরু হয় ঠিক কোন যুগে তা সঠিকভাবে না
জানা গেলেও নব্য প্রস্তর যুগে এসে এর বিশাল বিস্তৃতির কথা জানা যায়।
কাঠুরিয়া কাঠ কাটেন আর সেটা বিক্রি করেন। এটাই তার ব্যবসা। আগেকার দিনে
এমনই ছিলো, এখন সেই প্রেক্ষাপট বদলে গেছে। ব্যবসা করার জন্য এখন আর সেই
প্রস্তুতকারক হতে হয় না। এখন শুধু মাত্র কিনে এনেও বনে যাওয়া যায় বনিক।
চাহিদা আছে। গ্রহনযোগ্যতা আছে তবে সমস্যা কি? আপনি হয়ত ভাবছেন এটা আবার
কিভাবে? হতে পারেন সফল ব্যবসায়ী শুধু জেনে নিন কিভাবে করবেন এর শুরুটা।
No comments:
Post a Comment