Saturday, 18 March 2017

কিভাবে ফেসবুক হ্যাক হয়, আপনার একাউন্ট নিরাপদ রাখতে জানুন

ফেসবুক হ্যাক হওয়া নিয়ে অনেক দিন থেকেই গুজব আর গল্প শুনছি। দেয়ালে দেয়ালে কতজনে যে লিখেছেন, ‘আমার ফেসবুক একাউন্ট হ্যাকড’। যা কিছু অনৈতিক পোষ্ট দেখছেন তা হ্যাক হবার কারনে হয়েছে। এছাড়াও অনেক নোটিশ। যার বেশির ভাগই হচ্ছে ফেসবুক হ্যাক হওয়া নিয়ে। এজন্যই কিভাবে ফেসবুক হ্যাক হয় তা নিয়ে আজ কিছু ধারনা দিতে চাচ্ছি। অবশ্যই মনে রাখবেন। ফেসবুক হ্যাক হওয়া মানে ফেসবুক ইউজার একাউন্ট/ প্রোফাইল/ অ্যাপ হ্যাক হবার কথা বুঝানো হচ্ছে।  বিস্তারিত জানার জন্য সাথেই থাকুন।

কিভাবে ফেসবুক হ্যাক হয়? অথবা ফেসবুক ইউজার একাউন্ট হ্যাক হতে পারে যেভাবে

ফেসবুক ইউজার একাউন্ট যখন ব্যক্তির নিয়ন্ত্রনের বাইরে চলে যায় তখনই বুঝতে হবে হ্যাক হয়েছে। কিংবা হ্যাক হতে পারে। ফেসবুক হ্যাক হবার কয়েকটি লক্ষন দেখুন।প্রাথমিকভাবে কিভাবে ফেসবুক হ্যাক হয় তার ধারনা পাওয়া যাবে

No comments:

Post a Comment