কিভাবে ইনফো – Kivabe Info

Monday, 26 March 2018

কিভাবে এক্সেল টেমপ্লেট ব্যবহার করবেন?

এক্সেল যারা ব্যবহার করেন তাদের অনেকেই হয়ত এক্সেল টেমপ্লেট ও ব্যবহার করেন। এক্সেল এর সুন্দর সুন্দর এসব টেমপ্লেট ব্যবহার করা অনেক সহজ। চাইলে আপনিও এর ব্যবহার করতে পারেন। এজন্য আপনার খুব বেশি খাটা খাটুনি করতে হবে না। আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশান থাকলেই হবে। তাহলে আসুন জেনে নেই কিভাবে এক্সেল টেমপ্লেট ব্যবহার করবেন?

মাইক্রোসফট অফিস ২০১০ এর পর থেকে এ সুবিধা পাওয়া যাচ্ছে। এক্সেল এর বিভিন্ন ফরমেট সার্ভার থেকে সরাসরি খোলা যায় ফাইল মেন্যু থেকেই। তবে চাইলে আপনি ওয়েব সার্ভার থেকে ডাউনলোড করেও নিতে পারেন। সেক্ষেত্রে আর মাইক্রোসফট অফিস ভার্সন নিয়ে তেমন কোন সমস্যা নাই। আমি ২০১৬ অফিস প্যাক ব্যবহার করি। অন্যান্য ভার্সনের বেলায় কোন সমস্যা হলে জানাবেন।

No comments:

Post a Comment